facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

জেনারেশন নেক্সট অনুমোদিত মূলধন বাড়াবে


০৫ ডিসেম্বর ২০১৬ সোমবার, ০৯:২৫  এএম

শেয়ার বিজনেস24.কম


জেনারেশন নেক্সট অনুমোদিত মূলধন বাড়াবে

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের পরিচালনা পর্ষদ। বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান মূলধন ৪০০ কোটি টাকা। এর মূলধন ১০০ কোটি বাড়িয়ে ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে কোম্পানিটি রাইট ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময়সীমা বাড়িয়েছে। ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত এ সময় বাড়ানো হয়েছে।

এজন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে ২২ ডিসেম্বর বেলা ১১টায় আশুলিয়ায় প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে জেনারেশন নেক্সট।

২০১৬ সালের ৩০ জুন ১৮ মাসে সমাপ্ত কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৫ পয়সা। পূর্বঘোষণা অনুসারে গেল হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ পাবেন এর শেয়ারহোল্ডাররা।

জুন ক্লোজিংয়ের বাধ্যবাধকতায় এবার ১৮ মাসে হিসাব বছর গণনা করেছে জেনারেশন নেক্সট। শুরুতে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করলেও হিসাব বছর প্রলম্বিত হওয়ায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করে কোম্পানিটি। তবে ২২ মে রেকর্ড ডেট অপরিবর্তিত রাখা হয়। এজিএমের নতুন তারিখ ২২ ডিসেম্বর। সময় বেলা সাড়ে ১১টা, স্থান আশুলিয়ার ইয়ারপুরে অবস্থিত কারখানা প্রাঙ্গণ।

৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ১৩ টাকা ৩৩ পয়সা।

ডিএসইতে সর্বশেষ ৮ টাকায় জেনারেশন নেক্সটের শেয়ার হাতবদল হয়। গতকাল এ শেয়ারের দর ৭ টাকা ৭০ পয়সা থেকে ৮ টাকার মধ্যে ওঠানামা করেছে। গত এক বছরে শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ১১ টাকা ও সর্বনিম্ন ৬ টাকা ৬০ পয়স।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: