facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ার অনুমোদন


০৭ মার্চ ২০১৮ বুধবার, ০৪:১৬  পিএম

নিজস্ব প্রতিবেদক


জাহিন স্পিনিংয়ের রাইট শেয়ার অনুমোদন

জাহিন স্পিনিং লিমিটেডের অগ্রাধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি’র তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ টি সাধারণ শেয়ারের বিপরীতে ১ টি রাইট শেয়ার অর্থাৎ ১:১ অনুপাতে ইস্যু করতে পারবে। ৯ কোটি ৮৫ লাখ ৫২ হাজার ৭০০ টি সাধারণ শেয়ার ১০ টাকা ফেস ভ্যালুতে বাজারে ছাড়ার অনুমোদন পেয়েছে।

জানা যায়, ৯৮ কোটি ৫৫ লাখ ২৭ হাজার টাকা বাজার থেকে উত্তোলন করে ব্যবসা সম্প্রসারণ, চলতি মূলধন এবং আংশিক ঋণ প্ররিশোধ করবে।

রাইটস শেয়ার ডকুমেন্ট (৩০ জুন,২০১৭) কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ৩৯ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৪ টাকা শূন্য ৭ পয়সা।

রাইটস শেয়ার ইস্যুর ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে জিএসপি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: