facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

জাজিরায় হত্যাকাণ্ড : শ্লীলতাহানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নারীরা


১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৮:০৩  পিএম

এমএ ওয়াদুদ মিয়া, শরীয়তপুর

শেয়ার বিজনেস24.কম


জাজিরায় হত্যাকাণ্ড : শ্লীলতাহানির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে নারীরা

জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বোমার আঘাতে হোসেন খা নামে এক ব্যক্তি নিহত হওয়ার পর ওই এলাকার ৫/৬টি গ্রামে ভাঙচুর লুটপাট অব্যাহত রয়েছে। গত তিন দিনে প্রতিপক্ষের লোকজন প্রায় দেড়শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর, লুটপাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশি গ্রেফতারের ভয়ে প্রতিপক্ষের কোনো পুরুষ বাড়িতে না থাকায় লুটতরাজের পাশাপাশি বাড়ির বউসহ অবিবাহিত মেয়েদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলেও অভিযোগ রয়েছে। এসব কারণে পুরুষের পাশাপাশি অনেক বাড়ির মেয়েরা আশ্রয় নিচ্ছেন তাদের আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে এসব জঘন্য ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। পুলিশ বলেছে, অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া মাত্র প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে।

জাজিরা ইউনিয়নের হাওলাদার কান্দি গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী বলেন, আমরা কী অপরাধ করেছি, আমাদের মেয়েরা বাড়ি থাকতে পারছেন না, মুখশ পরে এসে সন্ত্রাসীরা আমাদের মেয়েদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং শ্লীলতাহানির চেষ্টা করছে। এক দিক দিয়ে পুলিশ টহল দিয়ে চলে যাচ্ছে, অপর দিক দিয়ে সন্ত্রাসীরা এসে বাড়িঘরে হামলা, ভাঙচুর লুটপাট করছে। বাঁধা দিলেই মেয়েদের শ্লীলতাহানির ভয় দেখায় আর নারীদের মারধর করছে। অথচ  হত্যাকাণ্ড হয়েছে বড়কান্দি ইউনিয়নের মীর আলী মাদবর কান্দি গ্রামে। আমরা জাজিরা ইউনিয়নের লোক হয়েও নিরাপত্তাহীনাতায় ভুগছি। আমরা পুলিশের কাছে নিরাপত্তা জোরদারে দাবি জানাচ্ছি।

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজ সরদার ও সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন খলিফার মধ্যে দীর্ঘ দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে গত রোববার থেকে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় বড়কান্দি ইউনিয়নের খলিফাকান্দি, মীর আলী মাদবর কান্দি ও জাজিরা ইউনিয়নের দুর্বাডাঙ্গা ও পাথালিয়া কান্দিসহ ৫/৬টি গ্রামের দুইপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও শতাধিক ককটেল বোমার বিষ্ফোরণের ঘটনা ঘটে। এরই সূত্র ধরে গত মঙ্গলবার সকালে উভয় পক্ষ ককটেল বোমা ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বড়কান্দি ইউনিয়নের মীর আলী মাদবরকান্দি গ্রামের মজিবুর মাদবরের বাড়ির উত্তর পার্শ্বে ফসলী জমির মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সাবেক চেয়ারম্যান শফি খফিলার সমর্থক হোসেন খান ককটেল বোমার আঘাতে মাথার খুলি উড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়কান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউদ্দিন খলিফা বলেন, কিছু কিছু এলাকায় লুটপাটের ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। তবে শ্লীলতাহানিসহ নারীদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনা আমার জানা নেই। যাতে সামনে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য  শুক্রবার এলাকায় মিটিং ডেকেছি। যাদের বিরুদ্ধে এ ধরনের ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বর্তমানে এলাকা শান্ত আছে। কোনো স্থানে ভাঙচুর বা লুটপাটের সংবাদ পাওয়া গেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। তবে শ্লীলতাহানির কোনো অভিযোগ পাইনি। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: