facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

চার কোম্পানির শেয়ারের ব্যাপক চাহিদা, বিক্রেতা উধাও


১৬ আগস্ট ২০১৮ বৃহস্পতিবার, ১২:৫৫  পিএম

নিজস্ব প্রতিবেদক


চার কোম্পানির শেয়ারের ব্যাপক চাহিদা, বিক্রেতা উধাও

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘণ্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ৪ কোম্পানি। এ সময় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দুপুর সাড়ে ১২টার দিকে সমতা লেদারের ক্রেতার ঘরে ১২ হাজার ২২৯টি শেয়ার ৩৯.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। আলোচিত সময়ে কোম্পানির ২৬ হাজার ৩১৯টি শেয়ার ১২৩ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৯.৬০ টাকায় লেনদেন হয়।

মাইডান্স ফাইন্যান্সের ক্রেতার ঘরে ১ লাখ ৩৭ হাজার ৫৬৭টি শেয়ার ২৫.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৬ লাখ ৬০ হাজার ৮৯২টি শেয়ার ৪৭৫ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯১ শতাংশ বেড়ে সর্বশেষ ২৫.৫০ টাকায় লেনদেন হয়।

ইমাম বটনের ক্রেতার ঘরে ৫৪টি শেয়ার ২২.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১ হাজার ৭৯১টি শেয়ার ১২ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৭৫ শতাংশ বেড়ে সর্বশেষ ২২.৫০ টাকায় লেনদেন হয়।

প্যারামাউন্ট টেক্সটাইলের ক্রেতার ঘরে ৬৪ হাজার ৬৬টি শেয়ার ১৩.৩০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৭ লাখ ৩৮ হাজার ১১৯টি শেয়ার ২৫৭ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৩৯ শতাংশ বেড়ে সর্বশেষ ১৬.৩০ টাকায় লেনদেন হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: