facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

চার কোম্পানির শেয়ার কেউ বিক্রি করছেন না


১২ নভেম্বর ২০১৭ রবিবার, ০২:১১  পিএম

শেয়ার বিজনেস24.কম


চার কোম্পানির শেয়ার কেউ বিক্রি করছেন না

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার চার কোম্পানি বিক্রেতা সংকটে পড়ে। দুপুর ১টায় বিক্রেতা সংকটে পড়া কোম্পানিগুলো হলো: সাভার রিফেক্টরিজ, ইমাম বাটন, এবি ব্যাংক ও রেকিটবেনকিজার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এদিন সবচেয়ে বেশি দর বাড়তে দেখা যায় সাভার রিফেক্টরিজের। এ সময়েকোম্পানিটির শেয়ার দর বাড়ে ৯.৯৮ শতাংশ। লেনদেন হয় মাত্র ৭ হাজার ৪৮৮ শেয়ার। যার বাজার মূল্য হলো ৭ লাখ ৮৩ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার হল্টেড হয় ১০৪.৬০ টাকায়। আাগের দিন এর ক্লোজিং প্রাইস ছিল ৯৫.১০ টাকা।

এ সময়ে দর হল্টেড হওয়া দ্বিতীয় কোম্পানি হলো ইমাম বাটনের শেয়ার। এদিন কোম্পানিটির শেয়ার দর বাড়ে ৯.৭৩ শতাংশ। লেনদেন হয় ২ লাখ ২০ হাজার ৩৬১ শেয়ার। যার বাজার মূল্য মাত্র ৬৮ লাখ ১৬ হাজার টাকা। আজ কোম্পানিটি হল্টেড হয় ৩২.৭০ টাকায়। আাগের দিন এর ক্লোজিং প্রাইস ছিল ২৯.৮০ টাকা।

শেয়ার দর ৯.৬৬ শতাংশ বৃদ্ধি নিয়ে হল্টেড হওয়া তৃতীয় স্থানের কোম্পানি হলো এবি ব্যাংক। এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয ৮৯ লাখ ৫২ হাজারের বেশি শেয়ার। যার বাজার মূল্য ১৯ কোটি ৭০ লাখ টাকার বেশি। কোম্পানিটির শেয়ার দর সার্কিট ব্রেকারের শেষ ধাপে ২২.৭০ টাকায় হল্টেড হয়ে যায়। আগের দিন এর ক্লোজিং প্রাইস ছিল ২০.৭০ টাকা।

শেয়ার দর ৬.২৪ শতাংশ বৃদ্ধি নিয়ে চতুর্থ স্থানে থাকে বহুজাতিক কোম্পানি রেকিটবেকিনজার। এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয ৪ হাজারের কিছু বেশি শেয়ার। যার বাজার মূল্য ৮৫ লাখ টাকার বেশি। কোম্পানিটির শেয়ার দর সার্কিট ব্রেকারের শেষ ধাপে ১৯৬০.৯০ টাকায় হল্টেড হয়ে যায়। আগের দিন এর ক্লোজিং প্রাইস ছিল ১৮.৪৫.৬০ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: