facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

গেল সপ্তাহেই সূচক বাড়ল দুই শতাংশ


০৪ ডিসেম্বর ২০১৬ রবিবার, ১১:০১  পিএম

শেয়ার বিজনেস24.কম


গেল সপ্তাহেই সূচক বাড়ল দুই শতাংশ

গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দুই শতাংশ বেড়েছে। গত সপ্তাহের রোববার সূচকটি ৪৬৯৮ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার লেনদেনের শেষে থামে ৪৭৯১ পয়েন্টে। এ সময়ে সূচক বেড়েছে প্রায় ৯৩ পয়েন্ট। গত জুনের শেষ সপ্তাহ অর্থাৎ ১৯ সপ্তাহ পর সূচকটি এক সপ্তাহে এত বাড়ল। ওই সপ্তাহে সূচকটি বেড়েছিল ১২৬ পয়েন্ট বা ২ দশমিক ৮৮ শতাংশ। গত সপ্তাহে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে। ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের শেয়ারদর তুলনামূলক বেশি বেড়েছে।

দেশের প্রধান এ শেয়ারবাজারে গত সপ্তাহে তালিকাভুক্ত ৩৩০ কোম্পানির মধ্যে ২টি বাদে সবগুলোর লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২২৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত থেকেছে ১৩টির। অন্য শেয়ারবাজার সিএসইতেও ছিল প্রায় একই চিত্র। লেনদেন হওয়া ২৮৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৯৮টির দর বেড়েছে, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত থেকেছে ১৩টির দর। এতে এ বাজারের প্রধান সূচক সিএসসিএক্স পৌনে দুই শতাংশ বেড়ে ৮৯৬২ পয়েন্টে উঠেছে। শেয়ারদর ও সূচকের পাশাপাশি উভয় বাজারে শেয়ার কেনাবেচাও বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে সর্বমোট ৩ হাজার ৯৭৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২৯ শতাংশ বেশি। অবশ্য এর মধ্যে ব্লক ট্রেডে খুলনা পাওয়ারের প্রায় ৮০০ কোটি টাকার শেয়ার কেনাবেচা রয়েছে। অন্য শেয়ারবাজার সিএসইতে কেনাবেচা হয় ২১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। যা আগের সপ্তাহের তুলনায় ১৯ কোটি টাকা বেশি।

ডিএসইর লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক, বীমা, জ্বালানি ও বিদ্যুৎ, বস্ত্র, সিমেন্ট, সিরামিক, ভ্রমণ ও অবকাশ এবং বিবিধ খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: