facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ক্যাটাগরির উন্নতি হচ্ছে ৬ কোম্পানির


১০ ডিসেম্বর ২০১৮ সোমবার, ০২:১২  পিএম

নিজস্ব প্রতিবেদক


ক্যাটাগরির উন্নতি হচ্ছে ৬ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির ক্যাটাগরি উন্নতি হচ্ছে। গত অর্থবছরে কোনো লভ্যাংশ না দেওয়ায় কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছিল। এ বছর অর্থাৎ ৩০ জুন, ২০১৮ অর্থবছরে কোম্পানিগুলো বিভিন্ন শতাংশে লভ্যাংশ ঘোষণা করার পর কোম্পানিগুলো ক্যাটাগরি পরিবর্তনের প্রক্রিয়ায় রয়েছে।

কোম্পানিগুলো হল- বঙ্গজ লিমিটেড, ইস্টার্ন ক্যাবলস, হাক্কানি পাল্প, কে অ্যান্ড কিউ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং স্ট্যান্ডার্ড সিরামিক।


ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বঙ্গজ ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এজিএমের পর কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ বোনাস বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে পৌছালে বঙ্গজ লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হবে।

ইষ্টার্ণ ক্যাবলস ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জানুয়ারি,২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে। এজিএমের পর কোম্পানির ঘোষিত ১০ শতাংশ বোনাস বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে পৌছালে ইষ্টার্ণ ক্যাবলস লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হবে।

হাক্কানি পাল্প ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজিএমের পর কোম্পানির ঘোষিত ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ওয়ারেন্ট বিনিয়োগকারীদের কাছে পৌছানোর পর হাক্কানি পাল্পকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

কে অ্যান্ড কিউ ৩০জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এজিএমের পর কোম্পানির ঘোষিত ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ওয়ারেন্ট বিনিয়োগকারীদের কাছে পৌছানোর পর কে অ্যান্ড কিউ লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৩০ জুন ২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এজিএমের পর কোম্পানির ঘোষিত ১০ শতাংশ বোনাস বিনিয়োগকারীদের অ্যাকাউন্টে পৌছালে সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হবে।

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০জুন,২০১৮ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এজিএমের পর কোম্পানির ঘোষিত ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ওয়ারেন্ট বিনিয়োগকারীদের কাছে পৌছানোর পর স্ট্যান্ডার্ড সিরামিক ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: