facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

আবারও শেয়ার কিনে বিনিয়োগ বাড়াচ্ছে বিদেশিরা


০৪ এপ্রিল ২০১৭ মঙ্গলবার, ১০:১৯  এএম

শেয়ার বিজনেস24.কম


আবারও শেয়ার কিনে বিনিয়োগ বাড়াচ্ছে বিদেশিরা

শেয়ারবাজারে গত মার্চে বিদেশিদের নিট পোর্টফোলিও বিনিয়োগ ছিল ৩৩০ কোটি টাকা। গত ফেব্রুয়ারির তুলনায় এর পরিমাণ ৯২ কোটি টাকা বা ৩৮ শতাংশ বেশি। এ নিয়ে টানা সাত মাস বিক্রির তুলনায় শেয়ার বেশি কিনেছেন বিদেশিরা। প্রধান শেয়ারবাজার ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

গত বছরের সেপ্টেম্বর থেকে গত মাস পর্যন্ত বিদেশিদের পোর্টফোলিওতে নিট বিনিয়োগ বেড়েছে ১ হাজার ৬৪৯ কোটি টাকা। এর মধ্যে গত ডিসেম্বরে সর্বাধিক ৩৮৫ কোটি টাকার নিট বিনিয়োগ হয়েছিল। এর পর দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগ হয়েছে গত মাসে।

সূত্র জানায়, মার্চে বিদেশিদের পোর্টফোলিওতে মোট ৭১১ কোটি টাকার শেয়ার কেনা হয়েছে। বিপরীতে বিক্রি হয়েছে ৩৮১ কোটি টাকার। অর্থাৎ পুরো মার্চে ১ হাজার ৯২ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা ডিএসইর মোট শেয়ার কেনা ও বেচার উভয় দিক বিবেচনায় আড়াই শতাংশ। মার্চে এ বাজারে মোট ২১ হাজার ৭৭০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিকে ২০১৪ সালের এপ্রিলের পর মার্চেই সর্বাধিক শেয়ার কেনাবেচা করেন বিদেশি বিনিয়োগকারীরা। ওই মাসে লেনদেন করেছিলেন ১ হাজার ১৮১ কোটি টাকার শেয়ার। গত ফেব্রুয়ারিতে তারা ৬৩৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা করেন। এর মধ্যে কিনেছেন ৪৩৬ কোটি টাকার এবং বিক্রি করেছেন ১৯৭ কোটি টাকার। অর্থাৎ নিট বিনিয়োগ ছিল ২৩৮ কোটি টাকার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: