facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

ওটিসি থেকে মূল মার্কেটে আসার অনুমতি পেল আলিফ ইন্ডাস্ট্রিজ


১৩ ডিসেম্বর ২০১৭ বুধবার, ০২:৩৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


ওটিসি থেকে মূল মার্কেটে আসার অনুমতি পেল আলিফ ইন্ডাস্ট্রিজ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটে ফিরছে আলিফ ইন্ডাস্ট্রিজ। সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে মূল মার্কেটে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মূল মার্কেটে ফিরতে ফেব্রুয়ারি মাসে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করেছে কোম্পানিটি। ওভার দ্যা কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফেরার আইনি শর্ত পূরণ করায় আলিফ ইন্ডাস্ট্রিজকে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনাপত্তিপত্র দিয়েছে। ওই পত্র পাওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে পুনঃতালিকাভুক্ত হতে আবেদন করে কোম্পানিটি। পরে ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানিটিকে মূল মার্কেট আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

আলিফ ইন্ডাস্টিজের আগের নাম সজীব নিটওয়্যার। আলিফ গ্রুপ ২০১০ সালে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কিনে এর মালিকানা নেয়। এর আগে ২০০৯ সালের ৪ অক্টোবর উৎপাদন বন্ধ থাকার কারণে অন্য কোম্পানিগুলোর সঙ্গে সজীব নিটওয়্যারকেও তালিকাচ্যুত করেছিল ডিএসই।

আবেদন করার বিষয়ে আলিফ ইন্ডাষ্ট্রিজের কোম্পানি সচিব আব্দুল হাকিম জানান, মূল মার্কেটে ফেরার জন্য আবেদন করেছি, নিয়মিত লেনদেন করতে যেসব শর্ত পূরণ করতে হয়, তা আলিফ ইন্ডাস্ট্রিজের রয়েছে।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে কাজী আবু মোহাম্মদ মাজেদুর রহমান বলেন, পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটিকে মূল মার্কেটে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে কবে আসবে সেই বিষয়টি চুড়ান্ত করতে আরও কিছু দিন সময় লাগবে।

উল্লেখ, ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ। আর ২০১৬ এর ৩০ জুন শেষে কোম্পানিটি ৩১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: