facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৯ মে বৃহস্পতিবার, ২০২৪

Walton

এবার খালেদার দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারক বদল


১৭ মে ২০১৭ বুধবার, ০৩:১৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


এবার খালেদার দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারক বদল

এবার দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলাতেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করে বিচারক বদলে দিয়েছেন হাইকোর্ট। এর আগে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এতিমখানা দুর্নীতি মামলায়ও বিচারক বদল করা হয়।

বুধবার এ আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ।

২০১০ সালে দুদকের দায়ের করা জিয়া দাতব্য ট্রাস্ট মামলা বর্তমানে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানি পর্যায়ে রয়েছে।

পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের মাঠে জজ আদালতের অস্থায়ী এজলাসে এতদিন এ মামলার বিচার চলছিল।

হাইকোর্টের আদেশ অনুযায়ী, এখন এ মামলার বাকি শুনানি হবে ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে।

খালেদার বিরুদ্ধে দুদকের করা জিয়া এতিমখানা ট্রাস্ট মামলাও এক সময় তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে ছিল। তার প্রতি অনাস্থা জানিয়ে খালেদা হাইকোর্টে গেলে মামলাটির দায়িত্ব পান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা।

কিন্তু তিনি এক সময় দুদকের আইন শাখার পরিচালক থাকায় খালেদা আবারও অনাস্থা জানান এবং গত ১৪ মে কামরুল হোসেন মোল্লার আদালত থেকে মামলাটি স্থানান্তরের নির্দেশ দেয় হাইকোর্ট। তবে এ মামলার জন্য নতুন বিচারক এখনও ঠিক করে দেওয়া হয়নি।

এতিমখানা ট্রাস্ট মামলায় বিচারক বদলের আদেশ পাওয়ার পর গত ১৩ মে দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারক আবু আহমেদ জমাদারের কাছে মামলার বিচার স্থগিতের আবেদন করেন খালেদার আইনজীবীরা।

ওই আবেদন খারিজ হয়ে যাওয়ায় গত ১৫ মে তারা হাই কোর্টে আসেন এবং দাতব্য ট্রাস্ট মামলার বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে আদালত বদলে দেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বুধবার তাদের পক্ষেই আদেশ দিল হাই কোর্ট।

খালেদার পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী ও জাকির হোসেন ভূঁইয়া। অন্যদিকে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: