facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

ইসলামী ব্যাংকের সর্বোচ্চ ৭৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা


২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৬:৪৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


ইসলামী ব্যাংকের সর্বোচ্চ ৭৩ কোটি টাকার শেয়ার কেনাবেচা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। লেনদেনের সেরা ১০ কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৭৩ কোটি ৯ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৫ হাজার ৩৯৬ বারে ১ কোটি ৫৯ লাখ ১২ হাজার ৮৩টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৮ হাজার ৮০৫ বারে ১ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৩৯৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৬৩ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সামিট পাওয়ার লিমিটেড ৪ হাজার ৪৮২ বারে ৬১ কোটি ৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক ৪৯ কোটি ৯৬ লাখ ১৯ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংক ৩৯ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্স ৩৯ কোটি ৭২ হাজার টাকা, বারাকা পাওয়ার ৩৫ কোটি ৯২ লাখ ৯৩ হাজার টাকা, এক্সিম ব্যাংক ৩৪ কোটি ৮২ লাখ ১৬ হাজার টাকা, এবি ব্যাংক ৩১ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা ও আরএকে সিরামিকস ৩১ কোটি ২৫ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: