facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ মে বুধবার, ২০২৪

Walton

‘আগের লাখপতিরা এখন কোটিপতি তা ভুলে গেছেন অর্থমন্ত্রী’


০৫ জুন ২০১৭ সোমবার, ০৫:১০  পিএম

শেয়ার বিজনেস24.কম


‘আগের লাখপতিরা এখন কোটিপতি তা ভুলে গেছেন অর্থমন্ত্রী’

বাজেটে ব্যাংক হিসাবের ওপর আবগারি শুল্ক নিয়ে সারা দেশে নানা আলোচনা-সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অর্থমন্ত্রীর বয়স এখন ৮৪। আগের দিনের লাখপতিরা যে এখন কোটিপতি, সে বিষয়টি হয়তো উনার ভাবনায় আসেনি।’

জাতীয় প্রেসক্লাবে রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে দুই সংগঠনের নেতা ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ মতবিনিময় সভায় এক লাখ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক আরোপের বিষয়টি তুলে ধরে বক্তব্য শুরু করলে প্রধানমন্ত্রী বলেন, ‘বিষয়টি নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। জাতীয় সংসদে বাজেট পেশ হয়েছে, এখনও তো পাস হয়নি। সুতরাং আবগারি শুল্ক আরোপসহ বিভিন্ন বিষয়ে সমস্যা থাকলে তা সমাধান করা হবে।’

এ সময় প্রধানমন্ত্রী হেসে বলেন, ‘অর্থমন্ত্রীর যথেষ্ট বয়স হয়েছে। এখন তার বয়স ৮৪। আগের দিনে লাখপতি হলে অনেক টাকার মালিক ধরা হতো। কিন্তু বর্তমান বিবেচনায় আগের লাখপতিরা যে কোটিপতি হয়ে গেছেন, সে বিষয়টি হয়তো উনার বিবেচনায় আসেনি।’

তিনি বলেন, ‘বাজেট পেশ হয়েছে, পাস হয়নি। সুতরাং বাজেটে এ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সমাধান করা হবে।’

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: