facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ মে রবিবার, ২০২৪

Walton

৩১ হাজার শ্রমিক নেবে ইতালি


২১ জানুয়ারি ২০১৮ রবিবার, ১১:৪৩  এএম

নিজস্ব প্রতিবেদক


৩১ হাজার শ্রমিক নেবে ইতালি

প্রতি বছরের মতো এবারও মৌসুমী ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসার তালিকার গেজেট প্রকাশ করেছে ইতালি সরকার। এবারও বাংলাদেশের কোনো কোটা রাখেনি দেশটি। এ নিয়ে টানা ছয় বছর ধরে ইতালিতে বাংলাদেশি কোনো শ্রমিক মৌসুমী ভিসা পাচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর ইতালির মন্ত্রিপরিষদ এ গেজেট প্রকাশ করে। গেজেটে বলা হয়, অনলাইনে আবেদনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০ হাজার ৮শ ৫০ জন শ্রমিক বিভিন্ন ক্যাটাগরিতে ইতালিতে আসতে পারবেন।

সূত্র জানায়, এ তালিকায় নেই বাংলাদেশ। অনিয়মের কারণে ২০১২ সাল থেকে বাংলাদেশের শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। তবে মৌসুমী ভিসা জন্য বন্ধ থাকলেও বাংলাদেশের স্টুডেট ভিসা চালু আছে।

এ ব্যাপারে রোমস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, বাংলাদেশের কোটা ফিরে পেতে দূতাবাস থেকে কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তারা এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে আমাদের সমস্যার কথা জানাননি।

১৮ হাজার কোটার দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভাদর, ইথিওপিয়া, মেসেডোনিয়া, সাবেক যুগোশ্লোভিয়া প্রজাতন্ত্র, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মোলদাভিয়া, মন্টিনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেইন। বাকি ১২ হাজার ৮শ ৫০ কোটা ইইউভুক্ত দেশসহ অন্যান্য দেশ থেকে নেয়া হবে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: