facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৩ মে শুক্রবার, ২০২৪

Walton

শীর্ষ ও মৌলভিত্তির কোম্পানির বাজার মূলধনও কমছে


২১ এপ্রিল ২০২৪ রবিবার, ০৯:৫৪  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


শীর্ষ ও মৌলভিত্তির কোম্পানির বাজার মূলধনও কমছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনের দিক থেকে শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে তিন কোম্পানির মূলধন সপ্তাহের ব্যবধানে কমেছে ২ হাজার ৩৮৩ কোটি টাকা। একই সময়ে আরো পাঁচ কোম্পানির বাজার মূলধন কমেছে। বেড়েছে কেবল একটির। বাকি এক কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত রয়েছে।

বাজার মূলধন বেশি কমেছে ওয়ালটন হাইটেক পার্ক ইন্ডাস্ট্রিজ। গত সপ্তাহ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৭৮ কোটি টাকায়, যা ডিএসইর মোট বাজার মূলধনের ৫ দশমিক ৫৮ শতাংশ। আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৩০৭ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির মূলধন কমেছে ৮৫৪ কোটি টাকা।

বাজার মূলধন হ্রাসে দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি আজিয়াটা। আলোচ্য সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৭৮৬ কোটি টাকা। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০৪ কোটি টাকা। আগের সপ্তাহে শেষে যা ছিল ১৪ হাজার ৯০ কোটি টাকা।

গত সপ্তাহে বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের বাজার মূলধন দাঁড়িয়েছে ৩১ হাজার ৬৯১ কোটি টাকা, যেখানে আগের সপ্তাহে বাজার মূলধন ছিল ৩২ হাজার ৪৩৪ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন কমেছে ৭৪৩ কোটি টাকা। এছাড়া আলোচ্য সপ্তাহে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) বাজার মূলধন কমেছে ৪৬৪ কোটি টাকা। গত সপ্তাহে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়ায় ২১ হাজার ২৬৫ কোটি টাকা। এর আগের সপ্তাহে যা ছিল ২১ হাজার ৭২৯ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন কমেছে ৩২৮ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৭৯ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৯ হাজার ৩০৭ কোটি টাকা।

বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডিসিএল) আলোচ্য সপ্তাহে বাজার মূলধন কমেছে ৪৩০ কোটি টাকা। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের বাজার মূলধন কমেছে ৬৯ কোটি টাকা।

আলোচ্য সপ্তাহে বাজার মূলধন বেড়েছে কেবল ওষুধ খাতের আরেক কোম্পানি রেনাটা পিএলসির। কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৩৬০ কোটি টাকা। সপ্তাহ শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৯ হাজার ১৮০ কোটি টাকা। এছাড়া বাজার মূলধন অপরিবর্তিত ছিল বেক্সিমকো লিমিটেডের।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: