facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ মে সোমবার, ২০২৪

Walton

মাউন্ট ভিউ নার্সিং কলেজে ভর্তি কার্যক্রম শুরু


০৮ মে ২০২৪ বুধবার, ১১:৫৮  এএম

শেয়ার বিজনেস24.কম


মাউন্ট ভিউ নার্সিং কলেজে ভর্তি কার্যক্রম শুরু

মাউন্ট ভিউ নার্সিং কলেজ (এমভিএনসি) বাংলাদেশে নামকরা বেসরকারী নার্সিং কলেজগুলোর মধ্যে একটি। এই কলেজটি ২০২১ সালে প্রতিষ্ঠিত। কলেজটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এবং মাউন্ট ভিউ হেলথ সিটি এর সহযোগীতায় পরিচালিত।

                                                      ভর্তি বিজ্ঞপ্তি

মাউন্ট ভিউ নার্সিং কলেজে নিম্নোক্ত কোর্স সমূহে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য কলেজ কর্তৃক নির্ধারিত ভর্তির ফরম বিতরণ করা হচ্ছে।

>২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বি.এস. সি ইন নার্সিং কোর্সে ভর্তি:- ১ম বর্ষ (৩য় ব্যাচ) ৩০টি আসন।
> ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি:- ১ম বর্ষ (৪র্থ ব্যাচ) ৫০টি আসন।

ভর্তির শর্তাবলী:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক গৃহীত (অভিন্ন ভর্তি পরীক্ষা পদ্ধতি) ০৪ মে, ২০২৪ ইং তারিখের লিখিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে। উক্ত ভর্তি পরীক্ষার এ্যাডমিট কার্ড, মেরিট স্কোর, জন্ম সনদ/এনআইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বর পত্রের অনুলিপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি রঙ্গিন ছবি ফরমের সাথে জমা দিতে হবে।

ভর্তির নিয়ম:

ভর্তির ফরম মাউন্ট ভিউ নার্সিং কলেজের অফিস কক্ষ হতে সংগ্রহ করা যাবে এবং কলেজ অফিস কক্ষে জমা দিতে হবে। ভর্তি ফরমের মূল্য ৫০০/- (পাঁচ শত) টাকা। আবেদনকারী প্রার্থীদের একটি মেধা তালিকা তৈরী করা হবে এবং সেই মেধা তালিকা অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির কার্যক্রম:

আবেদনপত্র সংগ্রহ ও জমাদানঃ সপ্তাহের যেকোনো দিন সকাল ৯.০০ হতে বিকাল ৫.০০ পর্যন্ত ০৮ মে ২০২৪ ইং তারিখ হতে ২০ মে ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

ফলাফল প্রকাশ:

জাতীয় মেধা তালিকার মেরিট স্কোর, প্রার্থীর সাক্ষাৎকার ও মেডিকেল টেস্টের মাধ্যমে ভর্তির চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে। ২১ মে ২০২৪ ইং তারিখে ফলাফল মোবাইলে এসএমএস / কলেজ নোটিশ বোর্ডের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

ছাত্র/ছাত্রী ভর্তি: ভর্তি ফলাফল প্রকাশের পর ভর্তির তারিখ এসএমএস এবং নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে।

অধ্যক্ষ
মাউন্ট ভিউ নার্সিং কলেজ (এমভিএনসি)

সুযোগ সুবিধাসমূহ:

১। নিজস্ব হাসপাতালে চাকুরীর ব্যবস্থা।
২। নিজস্ব নার্সিং কলেজে যোগ্যতা অনুসারে শিক্ষকতা করার সুযোগ।
৩। তাছাড়াও দেশে ও বিদেশে সরকারি/বেসরকারি বিভিন্ন বিভাগে ও প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ রয়েছে।

ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগঃ- মোবাইল- ০১৫৫০-৬৯৯২০৮, ০১৮৬৮-৯২০৯২০
মাউন্ট ভিউ নার্সিং কলেজ, বাইপাইল, ডিইপিজেড সংলগ্ন, কাইচাবাড়ি রোড, আশুলিয়া, সাভার, ঢাকা।

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: