facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

বাংলাদেশের উন্নয়ন-বিনিয়োগ সম্ভাবনা প্রচারে সিএনএন


০৩ ডিসেম্বর ২০২২ শনিবার, ০৭:১৮  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বাংলাদেশের উন্নয়ন-বিনিয়োগ সম্ভাবনা প্রচারে সিএনএন

চলতি বছর ২০২২ সালের ডিসেম্বর থেকে আগামী বছর ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের উন্নয়ন এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রচার-প্রচারণা চালাবে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

এফবিসিসিআই-এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী মার্চে ‘বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩’ আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। এই কর্মসূচির প্রচারে সিএনএন-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এফবিসিসিআই।

রাজধানীর গুলশানে বেক্সিমকো কার্যালয়ে শনিবার (৩ ডিসেম্বর) ওই স্মারকে সই হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের উপস্থিতিতে এফবিসিসিআইর পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন ও সিএনএন-এর পক্ষে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক (সেলস) অভিজিৎ ধর ওই স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, পরিচালক সৈয়দ সাদাত আলমাস কবির, আনোয়ার উল-আলম চৌধুরী (পারভেজ), আবুল কাসেম খান, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: