facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ


৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার, ০৬:৩৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়াল আইএমএফ

গত বছর বিভিন্ন বৈশ্বিক সংস্থাই বলেছিল, ২০২৩ সালে উন্নত দেশগুলোতে মন্দা হবে। বৈশ্বিক প্রবৃদ্ধির হারও অনেকটা কমবে। তবে শেষমেশ সেই আশঙ্কা অনেকটাই নাকচ করে দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসে তারা গত এক বছরের মধ্যে এই প্রথম প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করেছে।

গতকাল সোমবার প্রকাশিত আইএমএফের জানুয়ারি মাসের বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাসের হালানাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি ২০২৩ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হতে পারে ২ দশমিক ৯ শতাংশ। এর আগে গত অক্টোবর মাসে তাদের পূর্বাভাসের চেয়ে এটা শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেশি। কিন্তু তা সত্ত্বেও ২০২২ সালের সম্ভাব্য প্রবৃদ্ধির চেয়ে তা কম। ২০২২ সালে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৪ শতাংশ। তবে আইএমএফ বলছে, চলতি বছর প্রবৃদ্ধির নিম্নগতি একদম শেষ পর্যায়ে পৌঁছাবে এবং এরপর তা আবার বাড়তে থাকবে। ২০২৪ সালে প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ১ শতাংশ।

জানুয়ারি মাসেই আইএমএফ বলেছিল, ২০২৩ সালেও বিশ্ব অর্থনীতি কঠিন সময় পার করবে। এ বাস্তবতায় তারা ২০২৩ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করবে না। গত অক্টোবর মাসে সংস্থাটির পূর্বাভাস ছিল, ২০২৩ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ।

তবে মূল্যস্ফীতি নিয়ে আশার কথা শুনিয়েছে আইএমএফ। তারা বলেছে, ২০২৩ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে—২০২২ সালে যা ছিল ৮ দশমিক ৮ শতাংশ। ২০২৪ সালে তা আরও কমে হতে পারে ৪ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতির হার আগামী বছরও মহামারির আগের সময়ের চেয়ে বেশি থাকবে, এমনই পূর্বাভাস।

মূলত মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে ভোগব্যয় বৃদ্ধির কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধি করেছে আইএমএফ। তারা বলেছে, মানুষের পুঞ্জীভূত চাহিদার বহিঃপ্রকাশ ঘটছে, শ্রমবাজারও উন্মুক্ত হচ্ছে। সেই সঙ্গে মূল্যস্ফীতির হার প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে কমতে পারে। সেবা খাতে ব্যয় বৃদ্ধির মধ্যেই তা ঘটবে। ফলে নীতি সুদ বৃদ্ধির হার কমে আসবে এবং তাতে সমাজে অর্থের প্রবাহ বাড়বে।

ঝুঁকির প্রসঙ্গে আইএমএফ বলেছে, চীনের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের তীব্রতা বৃদ্ধি ও উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ বেড়ে যেতে পারে। তা হলে প্রবৃদ্ধিতে ছাপ পড়তে পারে।

এবারের প্রতিবেদনে প্রবৃদ্ধির পূর্বাভাস হ্রাস করা হয়নি—এটাকে সুসংবাদ হিসেবে আখ্যা দিয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে অলিভার গৌরিনকাস বলেন, গত বছর ২০২৩ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস তিনবার কমানো হয়েছে। কিন্তু সেই ধারা থেমেছে। তবে এখনো অনেক চ্যালেঞ্জ আছে, টেকসই ও বৃহত্তর পরিসরে অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হলে এসব মোকাবিলা করতে হবে।

এদিকে গত বছর অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ ছিল উচ্চ মূল্যস্ফীতি। দেশে দেশে নীতি সুদহার বৃদ্ধির কারণে সেই গতি অনেকটা থেমেছে। তবে এই উচ্চ মূল্যস্ফীতির চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। আইএমএফ মনে করছে, মুদ্রানীতিতে এখনো সংকোচনমুখী রাখতে হবে এবং কিছু কিছু দেশে তা আরও কঠোর করতে হবে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: