facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪

Walton

দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্যবসায়িক সামগ্রী প্রদান


০৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার, ০২:৩৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্যবসায়িক সামগ্রী প্রদান

জেসিআই ঢাকা নর্থের উদ্যোগে ও এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেলো প্রজেক্ট স্বাবলম্বী ২০২২।

গত ৪ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় যুব স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই ঢাকা নর্থার উদ্যোগে ও রিসার্চ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন "এইচ & এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের" সহযোগিতায় ঢাকার ইব্রাহিমপুর এলাকায় বেশ কিছু দৃষ্টি প্রতিদবন্ধীদের আর্থিক ও জীবন যাত্রা উন্নয়নের জন্য প্রতিষ্ঠানদ্বয় ব্যবসায়িক সামগ্রী প্রদান করেছে| অনুষ্ঠানটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কউন্সেলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়|

ইতিপূর্বে এসকল দৃষ্টিপ্রতিবন্দীদের তিন মাস ব্যাপী ব্যবসার প্রশিক্ষনের ব্যবস্থা করা হয় যাদের থেকে বাছাইকৃত দৃষ্টিপ্রতিবন্ধিদেরকে ব্যবসায়িক সামগ্রী প্রদান করা হয়েছে|

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রাহমান মোল্লা, এইচ এন্ড এইচ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম۔ সাফাক হোসেন, জেসিআই ঢাকা নর্থ সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, প্রতিষ্ঠানদ্বয়ের ঊর্ধ্বতন সদস্যরা ও প্রমুখ।

এম۔সাফাক হোসেন স্বাগত বক্তব্য প্রদানের পর বক্তব্য রেখেছেন জেসিআই ঢাকা নর্থের সভাপতি, তারপর নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জান্নাত, বিল্লাল ও ইসরাত। অতপর অনুষ্ঠানের বিশেষ অতিথি কউন্সিলর মতিউর রহমান মোল্লা তার সমাপনী বক্তব্য শেষে বাছাইকৃত উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ব্যবসায়িক সামগ্রী প্রদান করেছেন|

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: