facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ মে রবিবার, ২০২৪

Walton

দুদিন বন্ধের পর শনিবার থেকে চলবে মেট্রোরেল


১৩ এপ্রিল ২০২৪ শনিবার, ১২:২৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


দুদিন বন্ধের পর শনিবার থেকে চলবে মেট্রোরেল

ঈদের দুদিন বন্ধের পর শনিবার (১৩ এপ্রিল) থেকে মেট্রোরেল চলাচল শুরু করবে। তবে রমজান মাস উপলক্ষে চলাচলে যে এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, সেটি আর থাকছে না।

রমজান মাস শুরু আগে গত ২৬ মার্চ মেট্রোরেল পরিচালনা সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এসব কথা জানিয়েছিলেন।


মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘রমজান উপলক্ষে মেট্রোরেল চলাচলের সময় শেষের দিকে এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সর্বশেষ ট্রেনটি ৮টা ৪০ মিনিটের পরিবর্তে ৯টা ৪০ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে। ঈদের পর আগের সময়সূচিতে চলবে মেট্রোরেল।’


এক ঘণ্টা বেশি চলাচলের সক্ষমতা থাকার পরও কেন আবারও সময় কমানো হবে এই প্রশ্নে তিনি বলেছিলেন, ‘রোজার এক মাস দেখবো। যদি শেষের এক ঘণ্টায় পর্যাপ্ত যাত্রী পাই তাহলে ট্রেন ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ