facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ মে শনিবার, ২০২৪

Walton

ঢাকায় কাতারের আমির


২২ এপ্রিল ২০২৪ সোমবার, ০৫:২১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ঢাকায় কাতারের আমির

দুই দি‌নের সফ‌রে ঢাকায় এসে পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফ‌রে কাতার ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি।

এর আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে কাতারের আমিরের সফরের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কাতারের আমিরের সফরে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। চুক্তিগুলোর মধ্যে আছে বন্দি বিনিময়, বাণিজ্য-বিনিয়োগ, দ্বৈত কর প্রত্যাহার ও শুল্ক সুবিধা দেওয়ার জন্য সহযোগিতা।

সমঝোতা স্মারকের মধ্যে আছে কাতারে জনশক্তি রফতানি, বন্দর ব্যবস্থাপনা সহযোগিতা, ধর্মীয় সহযোগিতা, উভয় দেশের কূটনীতিকদের প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা সহযোগিতা। ২০০৫ সালে কাতারের তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। প্রায় ২০ বছর পর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে এসেছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: