facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ মে শনিবার, ২০২৪

Walton

কোহলির আচরণে ‘বিরক্ত’ গাভাস্কার দিলেন পাল্টা জবাব


০৫ মে ২০২৪ রবিবার, ০১:০৫  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


কোহলির আচরণে ‘বিরক্ত’ গাভাস্কার দিলেন পাল্টা জবাব

বিরাট কোহলি রান করছেন। চলতি আইপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১১ ইনিংসে করেছেন ৫৪২ রান। তবে রানটা তিনি কীভাবে করছেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বেশ কয়েকবার। ১৪৮ স্ট্রাইক রেটে রান করার পরও এমন সমালোচনা মেনে নিতে পারেননি কোহলি। গত ২৮ এপ্রিল গুজরাটের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে তাই সমালোচকদের ধুয়ে দিয়েছিলেন কোহলি।

কোহলি সেদিন স্পষ্টভাবেই ধারাভাষ্যকারদের দিকে ইঙ্গিত করেছিলেন। আজ কোহলির কথার কড়া জবাব দিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। গাভাস্কার স্টার স্পোর্টসে কোহলির সেই কথা নিয়ে বলেছিলেন, ‘যখন ওর স্ট্রাইক রেট ১১৮ ছিল, ধারাভাষ্যকারেরা প্রশ্ন তুলেছিল। আমি ঠিক নিশ্চিত নই। আমি খুব বেশি খেলা দেখি না, ঠিক জানি না অন্য ধারাভাষ্যকারেরা কী বলেছিলেন। কিন্তু আপনি যদি ওপেন করেন, এরপর ১৪–১৫তম ওভারে আউটের পর আপনার স্ট্রাইক রেট ১১৮ থাকে...এরপরও যদি কেউ আপনার প্রশংসা করে সেটা ভিন্ন বিষয়।’

গাভাস্কার স্পষ্ট করেই বলেছেন, ধারাভাষ্যকারদের পছন্দ-অপছন্দের ছাপ তাঁদের ধারাভাষ্যে পড়ে না। উল্টো তিনি প্রশ্ন তুলেছেন, মাঠের বাইরের আলোচনাকে গুরুত্ব না দেওয়ার কথা বলার পরও কেন ক্রিকেটাররা সেই আলোচনার জবাব দেন, ‘এরা সবাই বলে, আমরা মাঠের বাইরের আলোচনাকে গুরুত্ব দিই না। তাহলে কেন মাঠের বাইরের আলোচনার জবাব দাও। আমরা সবাই অল্প ক্রিকেট খেলেছি, খুব বেশি নয়! আমাদের কোনো অ্যাজেন্ডা নেই। আমরা যা দেখি, তা বলি। আমাদের পছন্দ-অপছন্দ নেই। যদি এমন কিছু থেকেও থাকে, আমরা মাঠে যা ঘটে, সেটা নিয়েই কথা বলি।’

স্টার স্পোর্টসের হয়ে ধারাভাষ্য দেওয়ার সময়ে এমনকি স্টার স্পোর্টসের ওপরই ক্ষোভ ঝেড়েছেন গাভাস্কার, ‘একজন স্টার স্পোর্টসের ধারাভাষ্যকারকদের হেয় করছে, সেটাই আবার স্টার স্পোর্টস বারবার দেখাচ্ছে, আমার মনে হয় না, এটা ভালো কিছু। আমার মনে হয় স্টার স্পোর্টসেরও বোঝা উচিত, তারা যথেষ্টবার এটা দেখিয়েছে, সবাই বার্তা পেয়ে গেছে।’

কোহলি এর আগে সমালোচকদের উদ্দেশে বলেছিলেন, ‘যেসব লোক স্ট্রাইক রেট এবং আমার স্পিন ভালো খেলতে না পারা নিয়ে কথা বলে, তারা এসব (পরিসংখ্যান) নিয়েই কথা বলে। আমার কাছে দলের জন্য ম্যাচ জয়ই আসল এবং এ কারণেই আপনি এটা ১৫ বছর ধরে করে যাবেন। আপনি দিনের পর দিন এটা করে যাচ্ছেন, আপনি দলকে ম্যাচ জিতিয়েছেন। আমি জানি না, এমন পরিস্থিতিতে আপনারা কখনো পড়েছেন কি না। কিন্তু বক্সে বসে ম্যাচ নিয়ে কথা বলছেন।’ এ ঘটনার আগেও এবারের আইপিএলেই কোহলি কেভিন পিটারসেন ও রবি শাস্ত্রীকে খোঁচা দিয়েছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: