facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ মে সোমবার, ২০২৪

Walton

ওয়ার্ক অর্ডারের বিপরীতে সাবকন্ট্রাক্টররাও রপ্তানি সুবিধা পাবেন


২৪ এপ্রিল ২০২৪ বুধবার, ১০:০৪  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ওয়ার্ক অর্ডারের বিপরীতে সাবকন্ট্রাক্টররাও রপ্তানি সুবিধা পাবেন

আন্তর্জাতিক ওয়ার্ক অর্ডারের বিপরীতে বাংলাদেশি মূল ঠিকাদার প্রতিষ্ঠানকে অন্য কোনো সাবকন্ট্রাক্টর/এজেন্ট পণ্য সেবা প্রদান করলে, সেটিও রপ্তানি হিসেবে বিবেচিত হবে। এর বিপরীতে রপ্তানি সুবিধা পাবেন সাবকন্ট্রাক্টররা। তবে দুটি প্রতিষ্ঠানের মধ্যে এলসি হতে হবে বৈদেশিক মুদ্রায়।

জাতীয় রাজস্ব বোর্ডের পত্রের পরিপ্রেক্ষিতে সোমবার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার ইস্যু করে সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। ২০২২ সালের ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশি সবকন্ট্রাক্টরদের এমন সুবিধা দিয়ে একটি ব্যাখ্যা পত্র দিয়েছিল। যদিও সেই সময়ে বাংলাদেশ ব্যাংকের কাছে পত্রটি প্রেরণ না করায় এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কোনো সার্কুলার ইস্যু করেনি।

সম্প্রতি বিষয়টি এনবিআরের নজরে আসলে গত ১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংককে পত্রটি পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক সার্কুলারটি ইস্যু করে সব তপশিলি ব্যাংককে জানিয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: