facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ মে সোমবার, ২০২৪

Walton

বিডিনিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে দুদকের চার্জশিট


২৮ এপ্রিল ২০২৪ রবিবার, ০৪:৩৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বিডিনিউজের প্রধান সম্পাদকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান এ চার্জশিট দাখিল করেছেন।

রোববার চার্জশিটটি ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থাপিত হয়। বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন শুনানি শেষে আগামী ১০ জুন চার্জশিট আমলে গ্রহণের শুনানির দিন করেছেন। দুদকের আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কর্মরত আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে মামলাটিতে তৌফিক ইমরোজ খালিদী জামিনে রয়েছেন। তিনি প্রথমে হাইকোর্টে জামিনের আবেদন করলে হাইকোর্ট ৮ সপ্তাহের আগাম জামিন প্রদান করেন। যার মেয়াদ শেষ হয় ২০২০ সালের ২০ অক্টোবর। পরে বিচারক আদালতে আত্মসমর্পণ করলে আদালত ওই বছর ২৫ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এরপর ওই বছর ২৫ নভেম্বর জামিন স্থায়ীর আবেদন মঞ্জুর করেন।

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ৩০ জুলাই দুদকের উপ পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়েছে, কোনো ধরনের বৈধ উপার্জন ছাড়াই তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট্র ব্যাংক লিমিটেডের চারটি ব্যাংকের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন। ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে তিনি এসব টাকা অর্জন করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: