facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

আইএসও সনদ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক


২০ জানুয়ারি ২০২২ বৃহস্পতিবার, ০১:৪৭  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


আইএসও সনদ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক লিমিটেড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএম) এর জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আই এস ও ২৭০০১:২০১৩ (আইএসও ২৭০০১:২০১৩) সনদ অর্জন করেছে। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএম) প্রস্তুতি ও বাস্তবায়নের জন্য আইওটা কনসালটিং বিডি পরামর্শক হিসাবে কাজ করেছে।

ব্যুরো ভেরিটাস লিমিটেড আই এস ও ২৭০০১:২০১৩ (আইএসও ২৭০০১:২০১৩) স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যাংকের আইটি অপারেশন, ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইটের অডিট পরিচালনা করেছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন ব্যুরো ভেরিটাস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সোহেল আজাদ এবং আইওটা কনসাল্টিং বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া এর কাছ থেকে সনদ গ্রহণ করেন। সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আনোয়ার উদ্দিন ও নুরুদ্দিন মোঃ সাদেক হোসেন; আইটি বিভাগের প্রধান খোন্দকার খালেদ হাসান সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: