অনিশ্চিত সূচক, দীর্ঘস্থায়ী লেনদেনের স্থবিরতা এবং বিনিয়োগকারীদের আস্থার সংকটে সদ্য সমাপ্ত অর্থবছরে শেয়ারবাজার থেকে সরকারের রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এর তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে শেয়ারবাজার থেকে সরকারি আয় নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে।