যুক্তরাষ্ট্রের বিশাল পোশাক বাজারে দীর্ঘদিনের চীনা প্রভাব ক্রমশ দুর্বল হয়ে পড়ছে, আর এই তৈরি হওয়া শূন্যস্থানটি দ্রুত পূরণ করছে বাংলাদেশ। রপ্তানি থেকে আয়, পণ্যের পরিমাণ এবং প্রতিটি ইউনিটের গড় মূল্য—এই তিনটি প্রধান সূচকেই বাংলাদেশ এখন শক্তিশালী অগ্রগতি দেখাচ্ছে। যদিও মোট অর্থমূল্যে চীনের রপ্তানি এখনও বাংলাদেশের দ্বিগুণেরও বেশি, বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশ বড় ধরনের অগ্রগতি অর্জন করবে।