ঢাকা রোববার ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩১ আগস্ট) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজার থেকে আরও খবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এভিন্স টেক্সটাইলস লিমিটেড তাদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এক নতুন পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে কোম্পানিটি ডেনিম ফেব্রিক উৎপাদনের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর রাইট শেয়ার ইস্যু নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কোম্পানির স্বতন্ত্র পরিচালক মামুন রশিদ অবিক্রিত ২ লাখ ৫০ হাজার রাইট শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করায় সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে এবং বাজারে নানা প্রশ্ন উঠেছে।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন, ২০২৫) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি ব্যাংকের মধ্যে ২৫টি ব্যাংক মুনাফায় ছিল। সম্মিলিতভাবে এ ব্যাংকগুলো অর্ধবার্ষিক সময়ে ৪ হাজার ৬৯৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। এর মধ্যে ১১টি ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি ব্যাংকের মধ্যে ২৫টি চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়কালে সম্মিলিতভাবে ৪ হাজার ৬৯৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। তবে এর মধ্যে ১৪ ব্যাংকের মুনাফা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি ব্যাংকের মধ্যে ২৫টি জানুয়ারি-জুন, ২০২৫ সময়ে মুনাফা করেছে। তবে বাকি ৯টি ব্যাংক লোকসানে পড়েছে। এর মধ্যে ৭টি ব্যাংক মুনাফা থেকে লোকসানে নেমে গেছে এবং বাকি দুইটি ব্যাংক টানা দ্বিতীয় বছরের মতো লোকসান দেখিয়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি সপ্তাহে। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি বোর্ড সভা আয়োজন করতে যাচ্ছে। কোম্পানিগুলো হলো— রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক, জিএসপি ফাইন্যান্স, সমতা লেদার এবং ওয়ালটন হাইটেক। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
দীর্ঘ মন্দাভাব কাটিয়ে বাংলাদেশের শেয়ারবাজারে আবারও আশার আলো দেখা যাচ্ছে। ধীরে ধীরে বাড়ছে লেনদেন, সেই সঙ্গে শেয়ারের দামে ফিরে এসেছে ইতিবাচক প্রবণতা। এর ফলে প্রতিদিনই নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে বেশ কিছু কোম্পানির শেয়ার। বাজার বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসার একটি স্পষ্ট ইঙ্গিত।
শেয়ারবাজারের বৃহত্তম অনলাইন নিউজ পোর্টাল শেয়ারনিউজে বিদায়ী সপ্তাহে (২৪-২৮ আগস্ট) শেয়ারবাজার সংক্রান্ত ১৫টি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে সংবাদগুলোর লিঙ্ক নিচে দেওয়া হল-
বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে কমোডিটি এক্সচেঞ্জ বা পণ্য ডেরিভেটিভস মার্কেট। এই বাজারে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষামূলক লেনদেন (মক ট্রেডিং) শুরু হবে এবং ডিসেম্বর থেকে পুরোপুরি চালু হবে। প্রথম ধাপে সোনা, রুপা ও পাম অয়েল নিয়ে লেনদেন শুরু হবে। এরপর চাল, গমসহ কৃষিপণ্যও পর্যায়ক্রমে যুক্ত হবে।
শেয়ারবাজারে আস্থার সংকট কাটাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এর অংশ হিসেবে সরকারের শেয়ার থাকা ১০টি বহুজাতিক কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।
গত সপ্তাহে (২৪-২৮ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন বেড়েছে ২৬ শতাংশ।
ShareBusiness24
সর্বশেষ
জনপ্রিয়