facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ মে মঙ্গলবার, ২০২৪

Walton

তেলের দাম বাড়িয়ে দিয়েছে সৌদি আরব

তেলের দাম বাড়িয়ে দিয়েছে সৌদি আরব

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে সোমবার সকালে। বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানো এবং তার সঙ্গে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

বাংলাদেশসহ কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত, তা প্রায় পাঁচ মাস পর তুলে নিয়েছে প্রতিবেশী দেশটি। শনিবার (৪ মে) দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য স্থগিত করল তুরস্ক

ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য স্থগিত করল তুরস্ক

গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। গাজায় মানবিক বিপর্যয় হচ্ছে বলেছে দেশটি। তুরস্কের বাণিজ্যমন্ত্রী বলেছেন, গাজায় বাধাহীনভাবে ও যথেষ্ট ত্রাণ ঢোকার অনুমতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য স্থগিত থাকবে।

যে কারণে ভেঙে গেল ভারতের গোদরেজ গ্রুপ

যে কারণে ভেঙে গেল ভারতের গোদরেজ গ্রুপ

ভেঙে গেছে ভারতের অন্যতম প্রাচীন ও বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠী গোদরেজ। গোদরেজ গ্রুপের মালিকেরা তাদের ব্যবসা ভাগ করার বিষয়ে একমত হয়েছেন। পরিবারের সদস্যদের মধ্যে ৭০০ কোটি ডলার বা ৫৯ হাজার কোটি রুপির এই ব্যবসা ভাগ হয়ে যাচ্ছে।

ভারতের জ্বালানি আমদানি ব্যয় ১০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে

ভারতের জ্বালানি আমদানি ব্যয় ১০০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি তেলের দাম বাড়লেও রাশিয়া থেকে কম দামে তেল আমদানি করে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছিল ভারত। কিন্তু তাদের সেই সুদিন শেষ হতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, চলমান লোকসভা নির্বাচনের পর দেশের বাজারে জ্বালানির দাম বাড়তে পারে।

২০ দেশের মাথায় বিশাল অঙ্কের চীনা ঋণের বোঝা

২০ দেশের মাথায় বিশাল অঙ্কের চীনা ঋণের বোঝা

এশিয়া থেকে আফ্রিকা। গেল কয়েক বছর ধরে চীনা ঋণ নিয়ে আলোচনা সর্বত্র। পশ্চিমা অর্থনীতিবিদরা এ ঋণের সমালোচনা করে থাকেন। তারা এটিকে বলেন, ‘ঋণের ফাঁদ’। যদিও চীন এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। চীনা ঋণ নেয়া শীর্ষ দেশগুলো কারা- এ নিয়ে এক ধরনের কৌতূহল আছে।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট শহরে বন্দুক হামলায় ৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও ৪ জন।

এই চায়ের দাম কেজিপ্রতি লাখ টাকার বেশি

এই চায়ের দাম কেজিপ্রতি লাখ টাকার বেশি

ভারতের চা–সংস্কৃতি বেশ ঐতিহ্যবাহী এবং বৈচিত্র্যে ভরপুর। দেশটির দার্জিলিং, আসাম এবং নীলগিরির টিলায় টিলায় বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণ চা উৎপন্ন হয়। দেশটির বাসাবাড়িতে পানীয় হিসেবে চায়ের মর্যাদা বেশ ওপরে। অতিথি এলে কিংবা পারিবারিক আড্ডায় সতেজ পানীয় হিসেবে চা পরিবেশন করা হয়।

স্যার ফজলে হাসান আবেদের ৮৮তম জন্মদিন উদযাপন

স্যার ফজলে হাসান আবেদের ৮৮তম জন্মদিন উদযাপন

চিত্র প্রদর্শনী এবং বৃক্ষরোপণসহ একাধিক কর্মসূচীর মাধ্যমে স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি এর ৮৮তম জন্মদিন উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ১৯৩৬ সালের ২৭ এপ্রিল হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

জন্মান্ধ রিপনের অন্ধত্ব জয়ের গল্প

জন্মান্ধ রিপনের অন্ধত্ব জয়ের গল্প

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের তের বাড়ি সমাজের মরহুম আব্দুস সোবহানের ছেলে ইমরোজ হোসেন রিপন (৩৬)। সে একজন জন্মান্ধ যুবক।