facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

সংসদ অধিবেশন বসছে ২ মে


১৬ এপ্রিল ২০১৭ রবিবার, ০৫:৩০  পিএম

শেয়ার বিজনেস24.কম


সংসদ অধিবেশন বসছে ২ মে

আগামী ২ মে মঙ্গলবার বসছে দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন।

রাষ্ট্রপতি আবদুল হামিদের আহ্বানে সংসদের এ অধিবেশন শুরু হবে ওইদিন বিকেল ৫টায়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, এ অধিবেশন কতদিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় ওই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

গত ১১ মার্চ শেষ হয় সংসদের ১৪তম অধিবেশন। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: