facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

রাজধানীতে চার ‘জিনের বাদশা’ আটক


২৩ অক্টোবর ২০১৬ রবিবার, ০২:৪৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


রাজধানীতে চার ‘জিনের বাদশা’ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে জিনের বাদশা পরিচয়ে ২২ লাখ টাকা প্রতারণার অভিযোগে ৪ জনকে আটক করেছে সিআইডি।
 
আটক হওয়া ব্যক্তিরা হলেন-আশরাফুল ইসলাম (৩৫), তাহাজ উদ্দিন (৩৫), আবু জাহিদ সিদ্দিকী (৩৩) ও মাহফুজ (১৮)।

সিআইডির এডিশনাল এসপি মিনহাজুল ইসলাম জানান, যাত্রাবাড়ীর এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে তার ব্যবসার উন্নতির কথা বলে ২২ লাখ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার নেয় প্রতারকরা। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ওই ব্যবসায়ী সিআইডির কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
 
তিনি জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি কালো রঙের প্রাইভেট কার জব্দ হয়েছে। তবে ২২ লাখ টাকা ও স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি।

আটক ব্যক্তিরা জিনের বাদশা পরিচয় দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন বলে জানান মিনহাজুল ইসলাম।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: