facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

মামলা প্রত্যাহার করবেন ফরিদুর রেজা সাগর


০৩ ডিসেম্বর ২০১৬ শনিবার, ০৪:২৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


মামলা প্রত্যাহার করবেন ফরিদুর রেজা সাগর

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবুর বিরুদ্ধে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের করা মানহানি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিডিয়া ইউনিটির উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান এফ রহমান একথা জানিয়েছেন। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এ মামলা করেছিলেন।  

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে টেলিভিশন চ্যানেল সংগঠন মিডিয়া ইউনিটির সংহতি সমাবেশে সালমান এফ রহমান একথা জানান। সমাবেশে দেশের সবগুলো বেসরকারি চ্যানেলের মালিক উপস্থিত ছিলেন।  

সমাবেশে জানানো হয়, বাংলাদেশে ডাউনলিংক করা বিদেশি টেলিভিশন চ্যানেলে আর দেশীয় বিজ্ঞাপন সম্প্রচার হবে না। এরই মধ্যে বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ হয়ে গেছে বলেও জানানো হয়।  

এরআগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আন্তরিকতায় গত বৃহস্পতিবার অবৈধ ডাউনলিংক চ্যানেল বন্ধ তথা অনৈতিকভাবে দেশীয় কোম্পানির বিদেশি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে অবৈধ মানি লন্ডারিং সংক্রান্ত অরাজকতা বন্ধের এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত ২৯ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা দায়ের করেন ফরিদুর রেজা সাগর। মামলার আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘মিডিয়া ইউনিটি’র এক সভায় মাহফুজুর রহমান এবং মোজাম্মেল হক বাবু ফরিদুর রেজা সাগরকে উদ্দেশ্য করে অসৌজন্যমূলক বক্তব্য রাখেন। সেখানে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরকে ‘সংস্কৃতির রাজাকার’ বলে আখ্যা দেন। ওই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন মোজাম্মেল হক বাবু।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: