facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের ৫ কোটি ৯ লাখ ডলার ঋণ অনুমোদন


২৭ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার, ০৫:৫৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


বিদ্যুৎ খাতে বিশ্বব্যাংকের ৫ কোটি ৯ লাখ ডলার ঋণ অনুমোদন

বাংলাদেশের বিদ্যুৎ খাতে ৫ কোটি ৯ লাখ ডলারের একটি প্রকল্পের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

বৃহস্পতিবার বিশ্বব্যাংকের সদর দফতর ওয়াশিংটনে বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেওয়া হয় বলে জানায় সংস্থাটির ঢাকা অফিস।

সংস্থার এক বিবৃতিতে জানানো হয়, বিদ্যুৎ খাতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত প্রকল্পের অনুকূলে এ অর্থসহায়তা দেওয়া হচ্ছে। বিদ্যুৎ খাতের বর্ধিত চাহিদা মেটাতে বিদ্যুতের উৎপাদন থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত সক্ষমতা বৃদ্ধিতে এ অর্থ ব্যয় করবে বাংলাদেশ।

বিবৃতিতে বিশ্বব্যাংকের বাংলাদেশে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিও ফান বলেন, গত পাঁচ বছরে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা দ্বিগুণ হয়েছে। চলতি বছরের ডুয়িং বিজনেজ রিপোর্ট অনুসারে ব্যবসায়িক সম্প্রসারণে বিদ্যুৎ চাহিদা পূরণে বিশ্বের ১৯০টি দেশের মধ্য বাংলাদেশ ১৮৭তম। এ অবস্থা কাটিয়ে উঠতে এ প্রকল্প বড় ভূমিকা রাখবে।

এতে আরো বলা হয়েছে, বাংলাদেশে বছরে যে পরিমাণ বিদ্যুৎ লস হয় তা মোট জিডিপির ৩ শতাংশ। এ প্রকল্পের মাধ্যমে দেশে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কার ও নতুন ৪০ কিলোমিটার ট্রান্সমিশন লাইন স্থাপন করা হবে।

ছাড়কৃত অর্থের ওপর বছরে দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ দিতে হবে। আর এ ঋণের টাকা ৯ বছর গ্রেসপিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: