facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

বাদ না দিলে সবাইকে মন্ত্রী বানাইয়া দেন


২৮ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার, ০৩:০২  এএম

স্টাফ করেসপনডেন্ট

শেয়ার বিজনেস24.কম


বাদ না দিলে সবাইকে মন্ত্রী বানাইয়া দেন

এবার সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। আমাদের বিরোধী দল হতে দেন নয় তো সবাইকে মন্ত্রী বানাইয়া দেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলাম মন্ত্রিসভা থেকে আমাদের পার্টির সদস্যদের প্রত্যাহার করুন। আমাদের বিরোধী দলের মতো বিরোধিতা করতে দেন। কিন্তু সেটা আর হয় নাই। সেজন্য বিরোধী দল হতে পারি নাই। এভাবে টানাটানি করে বিরোধী দল হওয়া যায় না। হয় বিরোধী দল, নয় সরকারি দল।

তিনি আরো বলেন, হ্যাঁ, আপনি বলেন বিরোধী দলের দরকার নেই। আমাদের সবাইকে মন্ত্রী বানাইয়া দেন। আমরা বাইরে গেলে নানা কথা হয়। বলে- আপনারা কোথায় আছেন সরকারে, না বিরোধী দলে? আমরা বলতে পারি না। কাজেই এটা যদি করতেন তাহলে জাতীয় পার্টি বেঁচে যেত। জাতীয় পার্টি আজ সম্মানের সাথে থাকতে পারতো। আমরা সম্মানের সাথে নেই।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: