facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা বই নিষিদ্ধ হচ্ছে


১৬ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০২:০৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা বই নিষিদ্ধ হচ্ছে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, পাকিস্তানি লেখক জুনায়েদ আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে যে বই লিখেছেন সেটা বাংলাদেশে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তার দফতরে বাংলাদেশে সফররত ব্যাঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

এর আগে গত বুধবার বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের ১৪তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বইটির বিরুদ্ধে  বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, পাকিস্তান এখন এই বই লিখে তাদের কৃতকর্ম, গণহত্যা, মানুষকে গুলি করে মারার ঘটনাগুলোকে উল্টো মুক্তিবাহিনীর ওপর দোষ দিয়ে, নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এত বড় দুঃসাহস তাদের কোথা থেকে এলো? এটা পাকিস্তানের জন্য লজ্জার বিষয়। তারা এই লেখার সাহস কোথায় পেল? বিএনপি নেত্রী খালেদা জিয়া গণহত্যায় নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মনে হয়, ওই প্রশ্ন তুলেই বিদেশি প্রভুদের সুযোগ করে দেয়ার ইচ্ছা তার ছিল। তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: