facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ মে বৃহস্পতিবার, ২০২৪

Walton

বরযাত্রীদের খাবার গেলো এতিমখানায়


১০ ফেব্রুয়ারি ২০১৭ শুক্রবার, ০৮:১০  পিএম

শেয়ার বিজনেস24.কম


বরযাত্রীদের খাবার গেলো এতিমখানায়

নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় শুক্রবার দুপুরে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়।

খবর পেয়ে সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত। তখনই বরযাত্রীরা ঢুকছিলেন কনের বাড়িতে। তবে আদালতের উপস্থিতি টের পেয়ে তৎক্ষণাৎ পালিয়ে যান তারা। পরে আদালতের পরামর্শে বরযাত্রীদের জন্য রান্না করা খাবার পাঠানো হয় স্থানীয় এতিমখানায়।

সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম ফারজানা খানম দুপুর দুইটায় দত্তপাড়া এলাকার ওই বিয়ে বাড়িতে উপস্থিত হন। আদালত ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং ছাত্রী মেয়েটির অভিভাবক ও স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে অঙ্গীকারনামা নেন।

ফারজানা খানম বলেন, সাবালিকা না হওয়া পর্যন্ত অভিভাবকেরা মেয়েটিকে বিয়ে দেবেন না বলে অঙ্গীকারনামা দিয়েছেন। তিনি বরযাত্রীদের জন্য রান্না করা খাবার দিঘাপতিয়া বালিকা শিশু সদনে পাঠানোর পরামর্শ দেন। তার পরামর্শে সেখানে খাবার পৌঁছে দেওয়া হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: