facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

পরিবর্তন হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম


৩০ এপ্রিল ২০১৭ রবিবার, ০২:৫৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


পরিবর্তন হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নাম

অর্থ মন্ত্রণালয়ের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান’ বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। এখন এর নাম হবে শুধু ‘আর্থিক প্রতিষ্ঠান’

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়, রুলস অব বিজনেসে প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিভাগের নতুন নামকরণ করেছেন।

এর আগে ২০১৫ সালের ২ এপ্রিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তৎকালীন সচিব এম আসলাম আলম বলেছিলেন, আমাদের বিভাগের ভিশন- আর্থিক বাজার ও আর্থিক সেবাব্যবস্থা শক্তিশালী করা। এ ভিশনে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, পুঁজিবাজার ও ক্ষুদ্রঋণ সবই আছে। কিন্তু আমাদের বিভাগের নামে তার প্রতিফলন নেই।

এজন্য আমরা বিভাগের নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করেছি। তবে বীমা শব্দটি যোগ করছি না, ব্যাংক শব্দটি বাদ দিচ্ছি। সম্ভবত ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগ’ করা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: