facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

ধর্ষণের শিকার তরুণীর সালোয়ার-কামিজ পরীক্ষার অনুমতি


১১ মে ২০১৭ বৃহস্পতিবার, ০৬:১৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


ধর্ষণের শিকার তরুণীর সালোয়ার-কামিজ পরীক্ষার অনুমতি

জন্মদিনের অনুষ্ঠানে রাজধানীর বনানীর ২৭ নম্বর রোডের ‘দ্য রেইন ট্রি’ হোটেলে গিয়ে বন্ধুর ধর্ষণের শিকার দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছেন।

এদিকে ধর্ষণের আলামত হিসেবে এক ভিকটিমের সালোয়ার-কামিজের রাসায়নিক পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মতিনের আবেদনে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেলোয়ার হোসেন এ আদেশ দেন।

ওই সালোয়ার-কামিজে ধর্ষকদের ধর্ষণের কোনো আলামত রয়েছে কি না তা রাসায়নিক পরীক্ষার মাধ্যমে জানতেই এ আবেদন করা হয়।

বৃহস্পতিবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা মহানগর হাকিম নুরুন নাহার ইয়াসমিনের কাছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দেন ওই দুই ছাত্রী।

গত ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী।

মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ, দুই ছাত্রীর বন্ধু সাদমান সাকিব, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী সাকিফ।

মামলার পর ওই শিক্ষার্থীদের পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয় এবং বৃহস্পতিবার তাদের সেখান থেকে আদালতে হাজির করা হয়।


শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: