facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

জাফর ইকবালের ওপর হামলায় তদন্ত কমিটি


০৫ মার্চ ২০১৮ সোমবার, ০২:৩০  এএম

স্টাফ করেসপনডেন্ট

শেয়ার বিজনেস24.কম


জাফর ইকবালের ওপর হামলায় তদন্ত কমিটি

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। রোববার (৪ মার্চ) সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির প্রধান করা হয়েছে_ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণিকে। অন্য সদস্যরা হলেন_ রসায়ন বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহিদুর রহমান।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের হামলা নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। আমরা ক্যাম্পাসে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছি।

শনিবার (৩ মার্চ) বিকেল ৫টা ৪০ মিনিটে শাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠান চলার সময় ড. মুহম্মদ জাফর ইকবালকে পেছন থেকে মাথায় ছুরিকাঘাত করে ২৪-২৫ বছর বয়সী তরুণ ফয়জুর রহমান ওরফে শফিকুর।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: