facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

জাফর ইকবালের ওপর হামলার নিন্দা ফখরুলের


০৫ মার্চ ২০১৮ সোমবার, ০২:৩৫  এএম

শেয়ার বিজনেস24.কম


জাফর ইকবালের ওপর হামলার নিন্দা ফখরুলের

শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে উপর হামলা ঘটনায় তীব্র নিন্দা ক্ষোভ প্রকাশ করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন বিএনপি কখনোই সন্ত্রাসী পক্ষে নয়। এটি একটি চক্রান্ত। যারা দেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এটি তাদেরই একটি চক্রান্ত।

শনিবার (০৩মার্চ) বিকেলে পোনে ৫টায় গুলশানের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। প্রায় দের ঘন্টা যাবত এই বৈঠক চলে। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন ।

ফখরুল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্ত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখতে সমর্থন দিয়েছেন বিএনপি ও ২০দলীয় জোটের শীর্ষ নেতারা। এবং এই আন্দোলন কি কর্মসূচি হবে পরে সেটি সিদ্ধান্ত মাধ্যমে জানানো হবে। এই আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ ।

তিনি বলেন, আমরা বিভাগীয় শহর গুলোতে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই বৈঠক থেকে আরো অনেক কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আমরা পরে গণমাধ্যমে সামনে তুলে ধরবো।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: