facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ৬৪৫ পদে চাকরি


০২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৯:৩৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ৬৪৫ পদে চাকরি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ‘উপসহকারী কৃষি কর্মকর্তা’ পদে অস্থায়ীভাবে ৬৪৫ জন বাংলাদেশি প্রকৃত নাগরিককে নিয়োগ দেওয়া হবে। পদটিতে কেবল মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন না।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষিবিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স

২ ফেব্রুয়ারি, ২০১৭ অনুযায়ী মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়া

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট (www.dae.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট (dae.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা দিতে হবে। আবেদন করার সমগ্র প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করতে হবে। আবেদন করার সুযোগ থাকছে ৫ মার্চ, ২০১৭ বিকেল ৬টা পর্যন্ত।

বিস্তারিত দেখুন দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১ ফেব্রুয়ারি, ২০১৭  প্রকাশিত বিজ্ঞপ্তিতে -

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: