facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

আপটাভুক্ত দেশে বাণিজ্য বাড়াতে হবে


১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার, ০৭:৪৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


আপটাভুক্ত দেশে বাণিজ্য বাড়াতে হবে

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এশিয়া-প্যাসিফিক প্রিফারেন্সসিয়াল ট্রেড এগ্রিমেন্ট (আপটা) ভুক্ত দেশগুলোর মধ্যে অগ্রাধিকার-ভিত্তিতে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব প্রদান করেছেন।
 
তিনি বলেছেন, `এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিজ-নিজ দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্যিক সুবিধা বাড়ানো হলে আপটাভুক্ত দেশগুলোর ব্যবসা-বাণিজ্য অনেক বাড়বে।`
 
বাণিজ্যমন্ত্রী শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত `আপটার চতুর্থ মিনিস্টেরিয়াল কাউন্সিল` সভায় সভাপতির বক্তৃতা এসব কথা বলেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।
 
`আপটার` চতুর্থ রাইন্ড নেগোসিয়েশনের আওতায় শুল্ক সুবিধা প্রাপ্ত পণ্যের সংখ্যা ৪ হাজার ৬ শ` ৪৮ থেকে ১০ হাজার ৬ শ` ৭৭টিতে উন্নীত হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, `এতে আপটাভুক্ত দেশগুলোতে বাণিজ্য সহযোগিতা যেমন বাড়বে তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও সহায়ক হবে।`
 
এতে বলা হয়, `তোফায়েল আহমেদ এ সভায় বলেন, আপটার ভবিষ্যৎ কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে পণ্য বাণিজ্যে শুল্ক সুবিধা প্রদানের পাশাপাশি সেবাখাত, বিনিয়োগ এবং ট্রেড ফেসিলিটেশন সম্পর্কিত ফ্রেমওয়ার্ক চুক্তি দ্রুত কার্যকর করা প্রয়োজন। ২০০৯ সালে এটি স্বাক্ষরিত হয়।` -বাসস।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: