facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

অর্থ আত্মসাতে ব্যাংকারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা


০৫ এপ্রিল ২০১৭ বুধবার, ০৮:১৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


অর্থ আত্মসাতে ব্যাংকারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) চার কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- ইউসিবিএলের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইখতেয়ার উদ্দিন আহমেদ, সহকারী ভাইস প্রেসিডেন্ট সালেহ আহমেদ ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন পাঠান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট (আইন বিভাগ) মসিউদ্দিন হোসাইন এবং আলমপনা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদ।

বুধবার রাজধানীর শাহবাগ থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণে জানা যায়, দুর্নীতি ও জালিয়াতি এবং জাল নকশার মাধ্যমে রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডে আলমপনা ভবন নির্মাণ করা হয়। ১৫ তলা ওই ভবনের একই ফ্ল্যাট পরে একাধিক গ্রাহকের কাছে বিক্রি করা হয়। ব্যাংক কর্মকর্তারা ভুয়া নামজারির কাগজপত্রের মাধ্যমে ব্যাংকটির শান্তিনগর শাখা থেকে ৭ কোটি ৭০ লাখ টাকা ঋণের নামে ছাড় করেন। এক্ষেত্রে ফ্ল্যাটের তথ্য যাচাই বাছাই না করেই টাকা ছাড় করেন ব্যাংক কর্মকর্তারা। এছাড়া চারজন ক্রেতার কাছ থেকে ফ্ল্যাট বিক্রির নামে আরও ১ কোটি ৮৩ লাখ টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: