facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

অনুমোদনের সবুজ সংকেত পেল আরো ৪ ব্যাংক, মালিক কে কে


২৯ অক্টোবর ২০১৮ সোমবার, ১১:২১  পিএম

নিজস্ব প্রতিবেদক


অনুমোদনের সবুজ সংকেত পেল আরো ৪ ব্যাংক, মালিক কে কে

রাজনৈতিক বিবেচনায় আরো চার ব্যাংককে অনুমোদন দিতে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চার ব্যাংক হলো, কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ, দ্য বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক এবং দ্য সিটিজেন ব্যাংক। এর মধ্যে পুলিশ সদস্যদের মালিকানায় কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বাকিগুলোর কাগজপত্রে ত্রুটি থাকায় অনুমোদন পেতে শর্ত দেওয়া হয়েছে।

সোমবার গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ৪ ব্যাংককে অনুমোদনের সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদের সভায় চার ব্যাংকের প্রস্তাব তোলা হয়। এর মধ্যে একটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বাকিগুলোকে শর্তসাপেক্ষে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কমিউনিটি ব্যাংক অব বাংলাদেশের প্রস্তাব করে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট।

বাকি তিন ব্যাংক কারা

উচ্চ আদালতে কর সংক্রান্ত মামলা চলছে দ্য বেঙ্গল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক তিনজনের বিষয়ে। এর নিষ্পত্তি হলে অনুমোদন মিলবে।

এ ব্যাংকের প্রধান উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনি আ.লীগের সাংসদ মোরশেদ আলমের ভাই।

দ্য সিটিজেন ব্যাংকের মালিক আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক।

পিপলস ব্যাংকের উদ্যোক্ত চট্টগ্রামের সন্দ্বীপের এক বাসিন্দা। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা এম এ কাশেম।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: