facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

৮৪ হজ এজেন্সিকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা


২৬ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৮:১২  পিএম

শেয়ার বিজনেস24.কম


৮৪ হজ এজেন্সিকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা

নানা অভিযোগে ৮৪টি হজ এজেন্সিকে ৩ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে সরকার।

ভিসা পাওয়া হজযাত্রীদের নিবন্ধনের তথ্য হজ তথ্য ভাণ্ডারে না পাওয়ায় ৫৭টি হজ এজেন্সিকে এক কোটি ৪৫ লাখ টাকা এবং সৌদি আরব ও বাংলাদেশে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আরও ২৭টি হজ এজেন্সিকে দুই কোটি ছয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার দুটি আদেশ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। এসব অভিযোগে অভিযুক্ত ২১টি হজ এজেন্সিকে সতর্ক করে বাকি ৮১টি এজেন্সিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৬ সালের হজ মৌসুমে ৭৫১ জন ভিসাপ্রাপ্ত হাজির তথ্য হজ তথ্য ভাণ্ডারে না পাওয়ার বিষয়ে ১১৩টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়।

তিন সদস্যের একটি তদন্ত কমিটি এ অভিযোগ তদন্ত করে। অভিযুক্ত এজেন্সির লিখিত বক্তব্য নিয়ে কমিটি হজ ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম যাচাই-বাছাই করে প্রতিবেদন দেয়।

তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৫৭টি হজ এজেন্সিকে আর্থিক জরিমানা করা হয়।

চট্টগ্রামের গলফ ট্রাভেলসকে ৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত লাইসেন্স স্থগিত করা হয়েছে।

এছাড়া ঢাকার কে জি প্রগতী এয়ার সার্ভিসকে ৩ লাখ টাকা জরিমানা ও ২০১৭ সালের জন্য লাইসেন্স স্থগিত করা হয়েছে।

অন্যদিকে ২০১৬ সালের হজ মৌসুমে সৌদি আরব এবং বাংলাদেশে ৭৩টি হজ এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলে ৫ সদস্যের আরেকটি তদন্ত কমিটি করে সরকার।

ওই কমিটিও অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বক্তব্য নিয়ে তা যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেয়। এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২৭টি হজ এজেন্সিকে জরিমানা এবং ৯টিকে সতর্ক করা হয়।

মাওনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর জামানত বাজেয়াপ্তল, লাইসেন্স বাতিলের পাশাপাশি এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপিসহ ধর্ম মন্ত্রণালয়কে জানাতে সাজাপ্রাপ্ত হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: