facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

৮ কার্যদিবসে ১৩৫% দর বেড়েছে এনার্জিপ্যাকের


১৫ জুন ২০২১ মঙ্গলবার, ০৬:৫১  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


৮ কার্যদিবসে ১৩৫% দর বেড়েছে এনার্জিপ্যাকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ার দর আট কার্যদিবসে ১৩৫ শতাংশ বেড়েছে। কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে। এদিকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারটি ধীরে ধীরে সাধারণ বিনিয়োগকারীদের ঘারে চাপিয়ে দিচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, কোম্পানিটির শেয়ার দর বাড়িয়ে একটি শ্রেণি শেয়ারটি থেকে বের হয়ে যাচ্ছে।

আজ মঙ্গলবার শেয়ারটির দর ৫ টাকা ৪০ পয়সা বেড়ে সর্বশেষ ৫৯ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। মঙ্গলবার কোম্পানিটির ৫৭ লাখ ৫৫ হাজার ৭৭৩টি শেয়ার ৫ হাজার ৯০৭ বারে লেনদেন হয়। যার বাজার মূল্য ১ হাজার ২৬ কোটি ৮৮ লাখ ১৪ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, গত ২ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৩ টাকা ৮০ পয়সা আজ ১৫ জুন তা হু হু করে বেড়ে দাঁড়ায় ৫৯ টাকা ৪০ পয়সায়।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৯০ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা।

এদিকে কোম্পানিটি বড় অঙ্কের ঋণের বোঝা মাথায় নিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে কোম্পানিটির স্বল্পমেয়াদী ঋণ রয়েছে ১৭১৬ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা ও দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে ৫১২ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা।

বর্তমানে কোম্পানিটির পিই রেশিও ২৫.০৯। সাধারণত পিই রেশিও ২০-এর উপরে থাকলেই ওই কোম্পানিকে ঝুঁকিপূর্ণ ধরা হয়।

৩০ জুন ২০২০ কোম্পানিটির ২২.৮০ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ছিল। যা চলতি বছরের ৩১ মে কমে দাঁড়ায় ১৭.৯৮ শতাংশ। আর সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার এ সময়ে ২৩.০৭ শতাংশ থেকে বেড়ে দাঁড়ায় ২৭.৮৯ শতাংশে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: