facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর সম্মতি পেলো প্রিমিয়ার ব্যাংক


০৫ ডিসেম্বর ২০২২ সোমবার, ০২:২৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


৬০০ কোটি টাকার বন্ড ইস্যুর সম্মতি পেলো প্রিমিয়ার ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ঋণমান ৬০০ কোটি টাকার সাব-অর্ডিনেট বন্ড ইস্যুর জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতিপত্র পেয়েছে। এর আগে কমিশনের ৮৪৫তম সভায় ব্যাংকটির বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

প্রিমিয়ার ব্যাংকের ৬০০ কোটি টাকার পুরোপুরি অবসায়নযোগ্য ও রূপান্তর অযোগ্য ফ্লোটিং রেটবিশিষ্ট এ বন্ডটির মেয়াদ সাত বছর। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ডের কুপন হার হবে ৭ থেকে ৯ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৬ লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যবাধকতা অনুসারে ব্যাংকটির টিয়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হওয়ার শর্ত দিয়েছে বিএসইসি। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ)। আর লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

প্রিমিয়ার ব্যাংকের ঋণমান ‘বি ওয়ান’। ২০২১ হিসাব বছরের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে মুডি’স ইনভেস্টরস সার্ভিস।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের মোট সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্রিমিয়ার ব্যাংক। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২১ টাকা ৪৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৯ টাকা ৫৬ পয়সায়।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ১৪৭ কোটি ৩৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৮৯ কোটি ৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১৪ কোটি ৭৩ লাখ ৭৭ হাজার ৮০০। এর ৩৪ দশমিক ৯৭ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৭০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ১৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৯ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: