facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া


১৬ মে ২০২১ রবিবার, ০১:৪৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার পারপাচুয়াল বন্ড ছাড়তে চায়।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এ বন্ড ছাড়া হবে বলে রোববার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

ব্যাংকটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, বেসেল-৩-এর অতিরিক্ত টায়ার-১ শর্ত পূরণের অংশ হিসেবে এ বন্ড ছাড়া হবে।

বন্ডের দাম কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। এছাড়া বন্ডটি কিভাবে, কাদের কাছে বিক্রি করা হবে সে বিষয়ে কিছু জানাইনি ব্যাংকটি। বন্ডটির বৈশিষ্ট্য সম্পর্কেও কিছু জানানো হয়নি।

ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পাওয়ার পর এ বন্ড ছাড়তে পারবে ব্যাংকটি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: