facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

৫ মুসলিম দেশে সমকামী আইনত বৈধ!


২৭ জুন ২০১৬ সোমবার, ১২:১১  পিএম

শেয়ার বিজনেস24.কম


৫ মুসলিম দেশে সমকামী আইনত বৈধ!

ইসলাম ধর্মে সমকামীকে বড় ধরনের অপরাধ বলা হয়েছে। কিন্তু, তা সত্বেও পাঁচটি মুসলিম দেশ সমকামীকে আইনত বৈধতা দিয়েছে। দেশগুলো হলো- ইন্দোনেশিয়া, তুরস্ক, মালি, জর্ডন, ও আলবানিয়া। অবাক বিষয়, এদের মধ্যে তুরস্ক ১৮৫৮ সালেই এর বৈধতা দেয়।

দুই পুরুষকে চুম্বন করতে দেখে নাকি স্থীর থাকতে পারেননি অরল্যান্ডোয় সমকামী নৈশক্লাবে হামলা চালানো ওমর মতিন। তাই, অ্যাসল্ট রাইফেল নিয়ে ঢুকে পড়েছিলেন সমকামীদের নৈশক্লাবে। আর নিমেষে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিলো শতাধিক মানুষকে। যার মধ্যে ৫৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ৫২ জন। আহতের মধ্যে অনেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ওমর মতিন নাকি সমকামীদের ঘৃণা করতেন। তাই সে অরল্যান্ডো রেস্তোরাঁয় হামলা চালান। এমনই দাবি মতিনের বাবার। বলেন, ‘মতিন বারবার বলত ইসলামে সমকামীপাপ।’

তবে, ৫ মুসলিম রাষ্ট্রে সমকামী আইনত বৈধ

--শুনলে অবাক হয়, ১৯৫১ সালেই সমকামীদের আইনত বৈধতা দিয়েছিলো জর্ডন।

--১৯৯৫ সালে সমকামীদের আইনত সিদ্ধ বলে ঘোষণা করে আলবানিয়া।

--মালি যতই রক্ষণশীল দেশ হোক, তাদের আইনে সমকামী হওয়া অপরাধ নয়। সমকামী বা সমকামীত্ব নিয়ে সেখানকার আইনে কিছুই বলা নেই। তবে, ‘অশ্লীলতা’ ও ‘অভদ্রোচিত’ আচরণের কথা সেখানকার আইনে বলা আছে।

--ইন্দোনেশিয়া কোনো দিনই সমকামীদের নিষিদ্ধ করেনি। বিশ্বের সবচেয়ে বেশি সমকামী ক্লাব ইন্দোনেশিয়াতেই।

--১৮৫৮ সালেই তুরস্কের শাসনযন্ত্রে বসে থাকা অটোমানরা সমকামীকে অপরাধ বলে ঘোষণা করেনি। পরে তুরস্ক স্বাধীন হলেও এ আইন বলবৎ থেকে গেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: