facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

৫ দিনে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রতি শেয়ারের দর বাড়লো ১৭.৬০ টাকা


০৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার, ১১:২৭  এএম

শেয়ার বিজনেস24.কম


৫ দিনে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রতি শেয়ারের দর বাড়লো ১৭.৬০ টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সদ্য সমাপ্ত সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১২৬.৩০ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ১৪৩.৯০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ১৭.৬০ টাকা বা ১৩.৯৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১০.৮২ শতাংশ, জেমিনি সি ফুডের ১০.৬৭ শতাংশ, বাংলাদেশ মনোস্পুল পেপারের ৯.৭২ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৯.৬৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৮.৪২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৭.৯৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৭.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৬.১৮ শতাংশ এবং হা-ওয়েল টেক্সটাইলসের ৬.১৮ শতাংশ বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: