facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

৪ কোম্পানির বোনাস বিওতে জমা


০৯ মে ২০২২ সোমবার, ০৩:০৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


৪ কোম্পানির বোনাস বিওতে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ডাচ্-বাংলা ব্যাংক, উত্তরা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ও ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং।

তথ্য মতে, সিডিবিএলের মাধ্যমে কোম্পানিগুলো ২০২১ সালের ৩০ জুন ও ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের ঘোষিত বোনাস লভ্যাংশের শেয়ার ৯ মে বিও হিসাবে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডাচ্-বাংলা ব্যাংক সাড়ে ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। একই হিসাব বছরে শাহজালাল ইসলামী ব্যাংক ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। এর মধ্যে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। এদিকে উত্তরা ব্যাংক ২৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো। এর মধ্যে ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

এছাড়া, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ড্রাগন সোয়েটার ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: