facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

১১ কোম্পানির শেয়ারে বিক্রেতা নেই


১৫ জুন ২০২১ মঙ্গলবার, ০৩:৫৮  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


১১ কোম্পানির শেয়ারে বিক্রেতা নেই

পুঁজিবাজারে ইতিবাচক ধারায় মঙ্গলবার (১৫ জুন) লেনদেন শুরু হওয়ার পর বেশকিছু কোম্পানির শেয়ার দর বেড়েছে। দর বাড়ার এক পর্যায়ে কোম্পানিগুলোর শেয়ার বিক্রিতে বিনিয়োগকারীদের আগ্রহ ছিল না। এমন ১১টি কোম্পানির শেয়ারে লেনদেন চলার সময় বিক্রেতা সংকটে পড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।

যেসব কোম্পানির শেয়ারে বিক্রেতা সংকটে পড়েছে সেগুলা হলো- রূপালী ব্যাংক, সালভো কেমিক্যাল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইলস, আরামিট সিমেন্ট, তমিজউদ্দিন টেক্সটাইল এবং সাফকো স্পিনিং।

জানা গেছে, আগের দিন রূপালী ব্যাংকের শেয়ার দর ছিল ৩৭ টাকা। মঙ্গলবার কোম্পানির শেয়ার লেনদেন শুরু পর দর বেড়ে সর্বশেষ ৪০.৭০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ৩.৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

সালভো কেমিক্যাল: আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ২৩ টাকা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর দর বেড়ে সর্বশেষ ২৫.৩০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ২.৩০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।

রিলায়েন্স ইন্স্যুরেন্স : আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১১৬.৪০ টাকা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর দর বেড়ে সর্বশেষ ১২৮ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ১১.৬০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে।

মুন্নু ফেব্রিক্স : আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১২.১০ টাকা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর তা বেড়ে সর্বশেষ ১৩.৩০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।

ঢাকা ইন্স্যুরেন্স : আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৯৭.৯০ টাকা। মঙ্গলবার কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর তা বেড়ে সর্বশেষ ১০৭.৬০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ৯.৭০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স : আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৬০.৬০ টাকা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর দর বেড়ে সর্বশেষ ৬৬.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ৬ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স : আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৫২.৭০ টাকা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর বেড়ে দর সর্বশেষ ৫৭.৯০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ৫.২০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।

রানার অটোমোবাইলস : আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৬১.৯০ টাকায়। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর দর বেড়ে সর্বশেষ ৬৮ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ৬.১০ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে।

আরামিট সিমেন্ট : আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৩৪.৭০ টাকা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর তা বেড়ে সর্বশেষ ৩৮.১০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে।

তমিজউদ্দিন টেক্সটাইল : আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১৪.৫০ টাকা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর তা বেড়ে সর্বশেষ ১৫.৯০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৬৫ শতাংশ বেড়েছে।

সাফকো স্পিনিং : আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ১৮.৯০ টাকা। আজ কোম্পানির শেয়ার লেনদেন শুরুর পর তা বেড়ে সর্বশেষ ২০.৭০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.২ শতাংশ বেড়েছে। এসব কোম্পানির দর বাড়ার এক পর্যায়ে বিক্রেতা সংকটে পড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: