facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

১০ শতাংশের বেশি বাড়বে না নতুন শেয়ার


০৮ মে ২০২১ শনিবার, ০১:১০  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


১০ শতাংশের বেশি বাড়বে না নতুন শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্তির পর প্রথম দিনের লেনদেনে সাধারণ সার্কিট ব্রেকারের নিয়ম প্রযোজ্য হবে বলে নতুন আদেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

এতে করে আইপিতেও আসা ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত কোনো শেয়ার ১০ শতাংশের বেশি বাড়তে পারবে না।

বৃহস্পতিবার আইপিওতে আসা শেয়ারের দাম নিয়ে কারসাজি ঠেকাতে সার্কিট ব্রেকারের নিয়ম পরিবর্তন করে এরকম আদেশ জারি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

আদেশ জারির পর থেকে তা কার্যকর হবে বলে বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এই আদেশে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, আইপিওতে আসা শেয়ারের দাম প্রথম দিন আর ৫০ শতাংশ বাড়তে পারবে না।

প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকারের সাধারণ নিয়মে শেয়ারের দাম ওঠানামা করবে।

বর্তমান নিয়মে আইপিওতে আসা শেয়ার প্রথম লেনদেনে ৫০ শতাংশ বাড়তে পারে এবং পরেরদিন আগের দিনের দামের উপর ৫০ শতাংশ বাড়তে পারে।

তৃতীয় দিন থেকে সার্কিট ব্রেকারের সাধারণ নিয়মে শেয়ারের দাম ওঠানামা করে।

বৃহস্পতিবার এই নিয়ম কমিশন বলেছে, প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকারের সাধারণ নিয়মে শেয়ারের দাম ওঠানামা করবে।

বাংলাদেশের পুঁজিবাজারে আইপিওতে আসা শেয়ারের কৃত্রিম চাহিদা তৈরি করে দাম বাড়ানোর অভিযোগ অনেক পুরনো। এতে সাধারণ বিনিয়োগকারীরা বেশ ক্ষতিগ্রস্ত হন।

এখন প্রথম দিনে থেকেই সার্কিট ব্রেকারের সাধারণ নিয়ম প্রযোজ্য হলে দাম আর বেশি বাড়ানো সম্ভব হবে না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: